বান্দরবানে প্রায় সাড়ে ৪ কোটি টাকার আফিমসহ কারবারী আটক
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪কোটি ৩০লক্ষ টাকা মূল্যের ৪কেজি ৩০০গ্রাম অফিমসহ প্রুথোয়াই মারমা (৭০) নামে এক কারবারীকে (পাড়া প্রধান) আটক করছে র্যাব-৭।
জানা যায়,কচ্ছপতলি পাড়ার বাসিন্দা মৃত পাইশৈ মারমার ছেলে প্রুথোয়াই মারমা দীর্ঘদিন ধরে কবিরাজির নামে আফিম ব্যবসা করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ২২আগস্ট (রোববার)ভোর রাতে চট্টগ্রামের র্যাব-৭ এর উপ পরিচালক মেজর নাসিরের নেতৃত্বে কচ্ছপতলি এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয় ।
এসময় অভিযানে ৪কেজি ৩০০ গ্রাম আফিমসহ কারবারী প্রুথোয়াই মারমাকে আটক করে র্যাবের সদস্যরা,পরে উদ্ধারকৃত আফিম ও আসামিকে রোয়াংছড়ি থানায় হস্তান্তর শেষে র্যাব বাদি হয়ে মাদকদ্রব্য আইনে প্রুথোয়াই মারমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
বান্দরবানের রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,রোয়াংছড়ির কচ্ছপতলি এলাকার র্যাব অভিযান চালিয়ে আফিমসহ এক কারবারিকে আটক করে থানায় মামলা দায়ের করেছে। ওসি আরো জানান,এই বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।