খাগড়াছড়ির মহালছড়িতে উপজাতি ২ সশস্ত্র গ্রুপের ঘণ্টাব্যাপী গোলাগুলি
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মহালছড়িতে উপজাতি দুই আঞ্চলিবক সশস্ত্র গ্রুপ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও জেএসএস (এমএন লারমা) এর মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে।
আজ সকাল সাড়ে ৫টায় উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৩ ওয়ার্ডের কলাপাড়া নামক দুর্গম এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেলেও এখনো কোন পক্ষই তা স্বীকার করে নি।
গোলাগুলির তথ্য নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য বিমল বিকাশ চাকমা। তবে, কে বা কার সঙ্গে কার গোলাগুলি হয়েছে তা তিনি নিশ্চিত বলতে পারেননি। তাঁর ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতি এম এন লারমা পন্থীদের (জেএসএস) মাঝে এ সংঘর্ষ হতে পারে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, তিনি বাইরে আছেন, ঘটনার বিষয়ে পরে জানাবেন।
