খাগড়াছড়িতে ইউপিডিএফ চাদাঁবাজদের দ্বারা বনজ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ইউপিডিএফ চাদাঁবাজদের দ্বারা বনজ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির পানছড়িতে চাঁদা না পেয়ে এক বাগানীর ফলদ ও বনজ গাছ কেটে ফেলেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে আজ সোমবার দুপুরে পানছড়ি বাজারে মানববন্ধন করেছে স্থানীয়রা।

এতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করে বাগান মালিক ওয়াবদুল হক বলেন, চাঁদা না পেয়ে রাতে তার বাগানের কয়েকশ’ আম ও সেগুন গাছ কেটে সাবাড় করে সন্ত্রাসীরা। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলেও পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। অবিলম্বে সন্ত্রাসীদের আটকসহ ক্ষতিপূরণের দাবি জানান তিনি।

এসময় পানছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজির হোসেনসহ স্থানীয়রাও বক্তব্য রাখেন।