আফগানিস্তান থেকে ফিরলেন ৬ বাংলাদেশি প্রকৌশলী - Southeast Asia Journal

আফগানিস্তান থেকে ফিরলেন ৬ বাংলাদেশি প্রকৌশলী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কয়েক সপ্তাহের অনিশ্চয়তা আর উৎকণ্ঠা কাটিয়ে অবশেষে আফগানিস্তান থেকে ফিরলেন ৬ বাংলাদেশি প্রকৌশলী। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দুর্বিষহ মৃত্যুভয় কাটিয়ে স্বজনদের কাছে ফিরতে পেরে খুশি সবাই।

১৫ আগস্ট কাবুলসহ পুরো আফগানিস্তান তালেবান নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকেই দুশ্চিন্তা ছিল সেখানে থাকা বাংলাদেশি নাগরিকদের নিয়ে। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটিয়েছেন দেশে থাকা স্বজনরাও।

তবে, সব শঙ্কা আর মৃত্যুভয় কাটিয়ে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি প্রকৌশলী। তারা সবাই আফগানিস্তানের মুঠোফোন কোম্পানি আফগান ওয়্যারলেসে কাজ করতেন। মঙ্গলবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। জানান, দুর্বিষহ অভিজ্ঞতার কথা।

১৬ আগস্ট দেশে ফেরার কথা ছিল এই ৬ বাংলাদেশি প্রকৌশলীর। তবে, তালেবান ক্ষমতা দখলের পর বাতিল হয় তাদের ফ্লাইট। শেষ পর্যন্ত জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আটকে পড়া বাংলাদেশি এবং ১৬০ আফগান শিক্ষার্থীকে কাতারে সরিয়ে নেয়া হয়। সেখানে ৩ দিন থাকার পর দেশে ফেরেন ছয় বাংলাদেশি।শিগগিরই বাকি বাংলাদেশিদেরও দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।