পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল পালিয়েছেন রোহিঙ্গা রোগী
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মো. আলম (৩৫) নামের এক রোহিঙ্গা রোগী পালিয়ে গেছেন।
রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পুলিশ পাহারায় হাসপাতালের বাইরে বিকাশের দোকানে গিয়ে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়ছে। জিডি নম্বর ২৩৪।
পলাতক রোহিঙ্গা মো. আলম ভাসানচরের মো. ইয়াছিনের ছেলে।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, শনিবার (৪ সেপ্টেম্বর) অণ্ডকোষ সমস্যাজনিত কারণে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন মো. আলম। পরে তিনি হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে।
