উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ আব্দু শুক্কুর নামের এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি ওয়ান শুটারসহ তিন রাউন্ড ৭.৬২ গুলি ও একটি সুইস গিয়ার ছুরি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আব্দু শুক্কুর কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লক, শেড নং-৭, রুম নং-৪ এর ব্লক লিডার।

এসপি নাইমুল হক জানান, সোমবার রাত ২টার দিকে সেনাবাহিনী ও ৮ এপিবিএন যৌথ অভিযানে শুক্কুরের বসতঘর থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয় এবং শুক্কুরকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, প্রাথমিক তদন্ত কার্যক্রম শেষে এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।