পতেঙ্গায় চার লাখ ইয়াবাসহ আটক ১৪
নিউজ ডেস্ক
বঙ্গোপসাগরের চট্টগ্রাম নগরের পতেঙ্গা উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ ৯৬ হাজার পিস ইয়াবাসহ ১৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকদের মধ্যে ১২ জনই রোহিঙ্গা।
বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে একটি ফিশিং ট্রলার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. আবুল কালাম (২৭), মো. আবুল ফয়েজ (৫০), মো. মনির হোসেন (৪৫), মো. আলম (৪১), মো. রফিক (২৯), মো. ইয়াহিয়া (২৮), মো. দীল মোহাম্মদ (২৩), মো. মজিবুর রহমান (১৯), মো. আব্দুল মজিদ (২৮), মো. তারেক (১৯), মো. হোসেন (৪২), মো. বশির আহাম্মদ (২২), মো. মঞ্জুর আলম (১৯) ও মো. একরাম উল্লাহ (১৯)।
র্যাব জানায়, কক্সবাজার থেকে সাগরপথে একটি বড় মাদকের চালান চট্টগ্রামে আসছে, এমন সংবাদে বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলীয় এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। বুধবার ভোররাতে একটি ফিশিং ট্রলারের চলাচল সন্দেহজনক হলে সেটি তল্লাশি করা হয়। পরে সেখান থেকে ইয়াবাসহ ১৪ জনকে আটক করা হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জাগো নিউজকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবার বড় চালান বাংলাদেশে আনে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।’