খাগড়াছড়িতে চাঁদার দাবিতে ট্রাক শ্রমিকদের মারধর সন্ত্রাসীদের, প্রতিবাদে সড়ক অবরোধ
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় চাঁদার দাবিতে কাঠবোঝাই ট্রাক শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে।
এর প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে উক্ত সড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে এ সড়কে চলাচলকারী সাজেক ও রাঙ্গামাটির বাঘাইছড়ি ও লংগদুর যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
ঘটনার পর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পর্যটকবাহী পরিবহনগুলো সরিয়ে নিলেও সন্ত্রাসীরা কাঠবোঝাই ট্রাকের চাবি ও কাগজপত্র নিয়ে যাওয়ায় সড়কে অবস্থান করে।
দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা জানান, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের নয়মাইল এলাকায় প্রায় সময় চাঁদার দাবিতে সন্ত্রাসীরা পরিবহন শ্রমিকদের মারধর করে কাঠ পরিবহনের অনুমতিপত্র ও গাড়ির কাগজপত্র নিয়ে যায়। ব্যবসায়ীরা সন্ত্রাসীদের কাছে অনেকাংশ জিম্মি।
এ বিষয়ে জানতে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেয়ার আহমেদের মুঠোফোনে একাধিক বার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।