বলিভিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত - Southeast Asia Journal

বলিভিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বলিভিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গতকাল শনিবার আমাজানের পান্ডো ডিপার্টমেন্টের আগুয়া দুসি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। জানা গেছে, নিহতদের মধ্যে চারজনই দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা।

লিবিরালটা থেকে উড্ডয়নের ৭ মিনিটি পরে বিমানটি বিধ্বস্ত হয় এবং একটি গাছে আঘাত করে বলে জানিয়েছেন বলিভিয়ান পুলিশের ডেপুটি কমান্ডার কর্নেল লুইস কিউভাস। তিনি বলেন, দুর্ঘটনায় সকল যাত্রী ও ক্রু নিহত হয়েছেন।

এদিকে, এখনো বিমান বিধ্বস্ত হওয়ার কোনো কারণ জানা যায়নি। এরই মধ্যে তদন্তে নেমেছে বলিভিয়ার সংশ্লিষ্ট বিভাগ। দেশটির পুলিশ বিভাগ বলছে, বিমানটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় ডেঙ্গু-চিকনগুনিয়া কর্মসূচির ৪ কর্মকর্তা ছিলেন।