পাহাড়ে সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি করে সন্ত্রাস দমনের দাবি দীপংকরের, পেছালো চিৎমরম ইউপি নির্বাচন - Southeast Asia Journal

পাহাড়ে সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি করে সন্ত্রাস দমনের দাবি দীপংকরের, পেছালো চিৎমরম ইউপি নির্বাচন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কাপ্তাই চিৎমরম এলাকার ইউপি নির্বাচনে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী নে থোয়াই মারমা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি পার্বত্য অঞ্চলের অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সাধারণ জনগনকে ঐক্যবদ্ধ ও বাংলাদেশ সেনাবাহিনীকে অস্ত্রধারীদের বিরুদ্ধে অপারেশন উত্তোরন জোরদার করার আহবান জানান। আজ সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, পার্বত্য অঞ্চলে আঞ্চলিক দল গুলো বেছে বেছে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। গতকাল তারা নে থোয়াই মারমাকে হত্যা করেনি হত্যা করেছে দেশের গণতন্ত্রকে। তিনি বলেন, নে থোয়াই মারমার অপরাধ ছিল গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামীলীগের হয়ে প্রার্থী হয়েছেন। এটাই তার বড় অপরাধ। ইতিপূর্বে জুরাছড়ির অরবিন্দ চাকমা, বিলাইছড়ির সুরেশ তঞ্চঙ্গ্যা সহ অসংখ্য নেতা কর্মীর উপর তারা হত্যাযজ্ঞ চালায়। তিনি এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির গর্ব ইতিপূর্বে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তাদের তৎপরতার কারণে কিছুদিন পার্বত্য অঞ্চলে হত্যাযজ্ঞের মত সন্ত্রাসী কার্যক্রম কিছুটা বন্ধ ছিল নতুন করে ইউপি নির্বাচনকে ঘিরে আবারো আঞ্চলিক দলের সন্ত্রাসীরা হত্যাযজ্ঞে নেমে তারা কাপ্তাই চিৎমরম ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নে থোয়াই মারমকে হত্যা করেছে।

তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের দমন করতে নতুন করে তৎপরতা বাড়াতে হবে। অপারেশন উত্তরণের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনীর তৎপরতা আরো বেশী বাড়ানোর জন্য সেনাবাহিনীর প্রতি আহবান জানান।

তিনি সন্ত্রাসী হামলায় নিহত চিৎমরম ইউপি চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নে থোয়াই মারমার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে, কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও একই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমাকে গুলি করে হত্যাকান্ডের ঘটনায় পূর্বে ঘোষিত ১১নভেম্বর নির্বাচন পিছিয়ে দিয়ে ২৮নভেম্বর অনুষ্ঠিত হবে জানিয়েছে নির্বাচন কমিশন। গত শনিবার (১৭অক্টোবর) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার।

নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, সরকারি নির্দেশনা মেনে আগামী ২৮নভেম্বর অর্থাৎ তৃতীয় ধাপে চিৎমরম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে, শনিবার ( ১৬অক্টোবর ) দিনগত রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী উপজেলার চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় প্রবেশ করে চিৎমরম ইউনিয়ন আ’লীগের সভাপতি ও একই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমাকে তার বাড়িতে ঢুকে গুলি চালিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নটি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুফের দখলে রয়েছে বলে জানা গেছে। ওই ইউনিয়নটিতে গতবার নির্বাচনে পিসিজেএসএস সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছিলোর। এইবারও ওই ইউনিয়নে পাহাড়ের সংগঠনটি তাদের একজন সমর্থিত প্রার্থী দিয়েছেন।

চন্দ্রঘোনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান বলেন, মরদেহটি ময়না তদন্ত শেষে পরিবারের নিকট মরদেহটি বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান নিহতের স্বজনরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ে করবে।