দেশের বাইরে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো, স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় নজরদারির আহবান - Southeast Asia Journal

দেশের বাইরে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো, স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় নজরদারির আহবান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রক্রিয়া ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। দেশের বাইরে দুইটি স্থানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর অনুগত কর্মী বাহিনীদের সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে “সত্যের জয় অনিবার্য শ্লোগানে পথচলা” ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

রোববার (১৭ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতি নিয়ে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ তুলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কান্তি চাকমা ওরফে তরু।

তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে আবারো অস্ত্রবাজির লক্ষ্যে দেশের বাহিরে দুটি স্থানে সন্ত্রাসীরা তাদের অনুগত কর্মীরা সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। সংগঠনের নেতারা পাহাড়ের চুক্তি বিরোধী ষড়যন্ত্রকারীদের কথা উল্লেখ করে আরো অভিযোগ আনেন, কুচক্রি মহলটি গত কয়েক দশক ধরে সাধারন জুম্ম সহজ-সরল মানুষকে নিজ স্বার্থে অপব্যবহার করছে। তারই অংশ হিসেবে মহলটি নতুন রূপে তাদের ষড়যন্ত্রত্ব সাঁজিয়ে আবারও জনগণকে ধোঁকা দেওয়ায় পাঁয়তারায় লিপ্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বর্তমানে যখন পার্বত্য চট্টগ্রামের জীবনমান এগিয়ে চলেছে এবং উপজাতীয় ভাই-বোনরা সরকারী-বেসরকারী চাকুরীসহ দেশ-বিদেশে ভালো সুযোগ পাচ্ছে তখনই পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্বের দেশী-বিদেশী স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অরাজক প্রতিরিস্থি সৃষ্টি করে উন্নয়ন পিঁছিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন দুটি। একই সাথে পার্বত্য চট্টগ্রামকে আবারো অশান্ত করার পাঁয়তারা চালানো হচ্ছে বলে জানান সংগঠনের শীর্ষ এই নেতারা।

এসময় লিখিত বক্তব্যে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম বৃদ্ধি সহ ৪ দফা আহ্বান তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা, কেন্দ্রীয় সদস্য সত্য রঞ্জন চাকমা, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক পীষূজ কান্তি চাকমা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই সময়ে বান্দরবানে পাহাড়ের বিরাজমান সা‌র্বিক প‌রি‌স্থি‌তির আ‌লো‌কে সংবাদ সম্মেলন ক‌রে‌ছে সংগঠনটি। সকা‌লে বালাঘাটা এলাকার কাজী‘স ডাই‌নের মিলনায়ত‌নে সংগঠনটির নেতৃবৃন্দরা এ সংবাদ সম্মেলন ক‌রেন।

এসময় পাহাড়ের সহজ-সরল উপজাতি সম্প্রদায় ও সরকারের কাছে কেন্দ্র ঘোষিত চার‌টি দা‌বি তুলে ধরেন নেতৃবৃন্দ, দা‌বিগু‌লো হলো, বর্তমান চলমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত না করা, দে‌শি বি‌দেশী স্বার্থা‌ন্বেষী মহ‌লের ষড়য‌ন্ত্রে পা না দেয়া, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব‌দের ষড়য‌ন্ত্রের পথ প‌রিহা‌রের পরামর্শ দেয়াসহ দে‌শের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা‌র্থে নিরাপত্তাবা‌হিনীর কার্যক্রম ও গো‌য়েন্দা সংস্থার নজরদারী বৃ‌দ্ধি করা।

এসময় ইউপিডিএফ (গণতা‌ন্ত্রিক) এর মুখপাত্র সু‌লেন চাকমা, জেলা সভাপ‌তি মংপ্রু মারমা, সি‌নিয়র সহ-সভাপ‌তি সি‌কো চাকমা, ছাত্র সংগঠন পি‌সি‌পির সভাপ‌তি উ‌চিং মারমাসহ বান্দরবা‌নে কর্মরত প্রিন্ট ও ই‌লেক্ট্রনিক মি‌ডিয়ায় কর্মরত সাংবা‌দিকরা উপস্থিত ছি‌লেন।

You may have missed