মার্কিন নারী শান্তি নির্মাতা পুরস্কারে মনোনীত চাকমা সার্কেল চীফ পত্নী ইয়ান ইয়ান - Southeast Asia Journal

মার্কিন নারী শান্তি নির্মাতা পুরস্কারে মনোনীত চাকমা সার্কেল চীফ পত্নী ইয়ান ইয়ান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মার্কিন নারী শান্তি নির্মাতা পুরস্কারের ৯ জনের চূড়ান্ত তালিকায় মনোনীত হয়েছেন বাংলাদেশের চাকমা সার্কেল চীফ কর্মী ইয়ান ইয়ান। গত ২০ অক্টোবর বুধবার এ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

মার্কিন ইনস্টিটিউট অব পিস (ইউএসআইপি) ২০২০ সালে এ পুরস্কারের প্রচলন করে। শান্তিতে যেসব নারী টেকসই ও কার্যকর অবদান রেখে পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা ও পথ প্রদর্শনের আলো হিসেবে কাজ করবেন তাদের এ পুরস্কার প্রদান করে সম্মান জানানো হয়।

ইয়ান ইয়ান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেল চীফের পত্নী, একই সাথে তিনি চাকমা সার্কেল চিফের উপদেষ্টা এবং চাকমা জনগণের প্রথাগত রাণী।

৩০টিরও বেশি দেশ থেকে মার্কিন ইনস্টিটিউট অব পিস নারীদের মনোনয়ন গ্রহণ করে। পরে সেখান থেকে মার্কিন ইনস্টিটিউট অব পিস নারী শান্তি নির্মাতা কাউন্সিল ৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করে।