চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
 
নিউজ ডেস্ক
চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফস অফ স্টাফ প্রধান জেনারেল মার্ক মিলে। ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই পরীক্ষাকে স্নায়ুযুদ্ধের সময়কার উত্তেজনার কাছাকাছি মুহুর্ত বলেও মন্তব্য করেন তিনি।
এসময় চীনের সামরিক শক্তি দ্রুত গতিতে বাড়ছে বলেও উল্লেখ করেন মিলে।চীনের সামরিক শক্তি অনেক বিস্তৃত। বলেন, স্থল,জল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি মহাকাশ ও সাইবার ইস্যুতেও নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে চীন।
জুলাই মাসে চীন যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় তা যুক্তরাষ্ট্রের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে।যদিও চীন বলছে, জুলাই মাসে যেটি পরীক্ষা করা হয়েছে, সেটি ক্ষেপণাস্ত্র ছিল না, বরং ছিল একটি মহাকাশযান।
চীনকে পাল্টা জবাব দিতে চলতি মাসে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। তবে গত সপ্তাহে পেন্টাগন জানিয়েছে, তাদের উৎক্ষেপণ চেষ্টা ব্যর্থ হয়েছে।
এদিকে অনেক সংবাদ মাধ্যমও একে স্নায়ুযুদ্ধের সময়কার উত্তেজনার সাথে তুলনা করেছে।
