যেকোনো মূল্যে আইএস প্রতিহতের ঘোষণা তালেবানের
 
নিউজ ডেস্ক
আফগানিস্তানে বর্তমানে তালেবান বাহিনীর প্রধান প্রতিদ্বন্দ্বী আইএস। দেশটির জালালাবাদ শহরে প্রতিনিয়তই দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটছে। দুই দলই এখন রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত। যেকোনো মূল্যে আইএসকে প্রতিহতের ঘোষণা তালেবানের
আগস্টের মাঝামাঝিতে কাবুলের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের সবকিছুর নিয়ন্ত্রণে চলে যায় তালেবানের হাতে। এরইমধ্যে সরকার গঠন করে দেশ চালাতে শুরু করেছে তালেবান। কিন্তু, তাদের পথের কাঁটা হয়েছে দাঁড়িয়েছে আইএসকে।
দেশটির পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে দুই পক্ষের মধ্যে প্রতিনিয়তই ঘটছে সহিংসতার ঘটনা। স্থানীয়ভাবে দাইশ নামে পরিচিত আইএস রাস্তার পাশে বোমা পেতে রাখা, গোপন হত্যাসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে লিপ্ত। আগের সরকারের বিরুদ্ধে একই কৌশল অবলম্বন করেছিল তালেবান বাহিনী।
কাবুলের ক্ষমতা গ্রহণের পর অতিমাত্রায় কট্টরপন্থী না হওয়ায় তালেবান বাহিনীকে মুরতাদ বলে আখ্যা দিয়েছে আইএস। আর আইএসকে ধর্মদ্রোহী চরমপন্থী আখ্যা দিয়ে বিষয়টি উড়িয়ে দিয়েছে তালেবান।
জালালাবাদের নানগারহার প্রদেশে তালেবানের গোয়েন্দা সংস্থার প্রধান ডা. বশির। যার বেশ খ্যাতি আছে। পার্শ্ববর্তী কুনার শহরে একটি শক্ত ঘাঁটি থেকে আইএসকে বিতাড়িত করতে সাহায্য করেছিলেন তিনি।
বশির গর্বের সঙ্গে জানান, তালেবান বাহিনী বেশ কয়েকজন আইএস সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। উদ্বেগের কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, তাদেরকে যেকোনো মূল্যে পরাজিত করা হবে।
