উত্তপ্ত পোল্যান্ড-বেলারুশ সীমান্ত
নিউজ ডেস্ক
সময়ের সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠছে বেলারুশ-পোল্যান্ড সীমান্তের অভিবাসন সংকট। ছড়িয়ে পড়ছে সহিংসতাও। পোল্যান্ডে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
তাদের অভিযোগ, পোলিশ বাহিনীকে লক্ষ্য করে ইট পাথর ছুড়েছে শরণার্থীরা। এদিকে, অভিবাসন সংকট ইস্যুতে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন।
পোল্যান্ড প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার দুই দেশের সীমান্তে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ে শরণার্থীরা। বেষ্টনি ভাঙার চেষ্টা চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে দেশটির নিরাপত্তা বাহিনী।
এদিকে, বেলারুশ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে শরণার্থীদের স্টান গ্রেনেড সরবরাহের অভিযোগ তুলেছে পোল্যান্ড পুলিশ।
দেশটির সীমান্ত সংস্থার মতে, কড়া নিরাপত্তার মধ্যেও চলতি বছরে এ পর্যন্ত শরণার্থীরা সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করেছে ৫ হাজার বারের বেশি। যা গত বছর ছিলো মাত্র ৮৮ বার।
কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের সীমান্তে অবস্থান কয়েক হাজার শরণার্থী। তীব্র শীতে খোলা আকাশের নীচেই কাটাচ্ছে মানবেতর জীবন। তাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যের নানা দেশের নাগরিক।
ইউরোপীয় ইউনিয়নে অস্থিতিরতা তৈরি করতে অভিবাসীদের সীমান্তের দিকে ঢেলে দেয়ার অভিযোগ উঠেছে বেলারুশের বিরুদ্ধে। তবে তা অস্বীকার করে, সীমান্তে উত্তেজনার জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছে বেলারুশ। এবার নতুন করে বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।