জাতিসংঘের ত্রাণ নিয়ে ভাসানচরে নৌবাহিনীর দুই জাহাজ - Southeast Asia Journal

জাতিসংঘের ত্রাণ নিয়ে ভাসানচরে নৌবাহিনীর দুই জাহাজ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর মালামাল নিয়ে ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা তিমি’ এর ভাসানচরে পৌঁছেছে।

আজ বেলা ১২টায় ‘বানৌজা টুনা’ ও একটায় ‘বানৌজা তিমি’ ইউএনএইচসিআর কর্তৃক রোহিঙ্গাদের জন্য প্রদত্ত মোট ১৩৭.২৮ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের মালামাল নিয়ে ভাসানচরে পৌঁছায়।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, জাহাজের মালামাল বিডিআরসিএস এর তত্ত্বাবধানে ওয়্যারহাউজে নেওয়া হচ্ছে।

রোহিঙ্গাদের জন্য দুই জাহাজে মোট ১১ ধরনের মালামাল রয়েছে। এগুলো হলো- স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, জারিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ, জুট ব্যাগ।