সীমান্ত হত্যা বন্ধের নির্দেশনা পৌঁছাচ্ছে না বিএসএফের কাছে
নিউজ ডেস্ক
সীমান্ত হত্যা বন্ধে ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও বিএসএফের কাছে নির্দেশনা না পৌঁছায় বাস্তবায়ন হচ্ছেনা বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, ভারত সরকার বারবার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও সীমান্তে হত্যা বন্ধ না হওয়া বাংলাদেশের জন্য দুঃখজনক, আর ভারতের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
ভারত সরকার সীমান্তে হত্যা বন্ধ হবে বললেও দেশটির সীমান্ত রক্ষীদের কাজে তা বাস্তবায়ন হচ্ছেনা বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
এসময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে সাংবাদিকদের জানান, বেশিরভাগ দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে একমত হয়েছে। মিয়ানমারের উপর চাপ প্রয়োগের মাধ্যমে দ্রুতই রোঙ্গিদের সেদেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।
এর আগে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। পরে বঙ্গবন্ধু পরিবারের শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।