হাতিয়ার ভাসানচরে ২ রোহিঙ্গা দালাল আটক - Southeast Asia Journal

হাতিয়ার ভাসানচরে ২ রোহিঙ্গা দালাল আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নোয়াখালীর উপকূলীয় হাতিয়ার ভাসানচরে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে আক্তারকে (২৩) গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি রফিককে (২৫) ১০ হাজার টাকা জামানত রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

গত রবিবার (২১ নভেম্বর) রাতে ভাসানচরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, সিদ্দিকের ছেলে আক্তার ও নুর আহম্মদের ছেলে রফিক।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আক্তারের বিরুদ্ধে রোহিঙ্গাদের পালাতে সহযোগিতা করার ঘটনায় বিদেশি নাগরিক আইনে মামলা রয়েছে। তাকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।