কলকাতায় শেষ হলো বাংলাদেশ-ভারত সাইকেল র্যালি
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইকেল র্যালি কলকাতায় শেষ হয়েছে।
৩৭৮ কিলোমিটার অতিক্রম করে সোমবার (২২ নভেম্বর) কলকাতার ফোর্ট উইলিয়ামের গ্যারিসন গ্রাউন্ডে এসে শেষ হয় সাইকেল র্যালি। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডার লে. জেনারেল কে কে রেপসোয়াল র্যালির সমাপ্তি ঘোষণা করেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইস্টার্ন কমান্ড নানা কর্মসূচি হাতে নিয়েছে। এই সাইকেল র্যালি তারই অংশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহম্মদ নুরুল আনোয়ার।
মেজর জেনারেল মোহম্মদ নুরুল আনোয়ার বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের কাহিনি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই সাইকেল র্যালির আয়োজন।