খাগড়াছড়ির রামগড় মুক্ত দিবস পালিত - Southeast Asia Journal

খাগড়াছড়ির রামগড় মুক্ত দিবস পালিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড় মুক্ত দিবস আজ (৯ ডিসেম্বর)। যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে বুধবার সকাল থেকে রামগড় দিবস মুক্ত পালিত হয়েছে।

রামগড় উপজেলা পরিষদ চত্বরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শোভাযাত্রা বের করা হয়। পরে পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারী, পৌর মেয়র রফিকুল আলম কামালসহ মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা মুক্তিযুদ্ধের সময় ১ নং সেক্টরের রামগড় মহাকুমাকে বিজয়ের আগে হানাদার মুক্ত করার জন্য অকুতোভয় বীর সেনাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

উল্লেখ্য, ১৯৭১ এর আজকের দিনে রামগড়কে হানাদার মুক্ত করে বর্তমান পোস্ট অফিস প্রাঙ্গণে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধে ভারতের ত্রিপুরা রাজ্যে শরণার্থীদের যাতায়াত ও মুক্তিযোদ্ধাদের যোগাযোগের অন্যতম ট্রান্সজিট ছিল রামগড়।