বাংলাদেশকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক-বিমান উপহার দেবে ভারত - Southeast Asia Journal

বাংলাদেশকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক-বিমান উপহার দেবে ভারত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত বাংলাদেশকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি ট্যাঙ্ক ও একটি বিমান উপহার দেবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

গত মঙ্গলবার ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে ঢাকায় আসছেন। তিনি আগামী ১৫-১৭ ডিসেম্বর ঢাকা সফর করবেন।
এটাই ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হবে বাংলাদেশে প্রথম সফর।

সফরকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ভারতের রাষ্ট্রপতি বৈঠক করবেন। সে সময় ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহৃত একটি টি৫৫ ট্যাঙ্ক ও একটি মিগ-২৯ যুদ্ধ বিমান বাংলাদেশকে উপহার দেবেন। এই ট্যাঙ্ক ও বিমান প্রদর্শনীর জন্য জাদুঘরে রাখা হবে।

আগামীকাল ১৫ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি। সফরকালে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের রাষ্ট্রপতির সাক্ষাৎ হবে।