বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বান্দরবানে সব পর্যটন কেন্দ্র উন্মুক্ত - Southeast Asia Journal

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বান্দরবানে সব পর্যটন কেন্দ্র উন্মুক্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র উন্মুক্ত করে দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১৫ ডিসেম্বর) মেঘলা ও নীলাচল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়েসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি সিদ্ধান্তে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র উপবন, থানচি উপজেলার নিলদিগন্ত, লামা উপজেলার মিরিঞ্জা ও বান্দরবান জেলা প্রশাসন নিয়ন্ত্রিত নিলাচল, মেঘলা, প্রান্তিক লেক, চিম্বুক সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এসব পর্যটন কেন্দ্রে যে কোনো পর্যটক বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।