সিরাজগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান
 
নিউজ ডেস্ক
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল বুধবার ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চল পরিদর্শনকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের ন্যায় চলতি বছরেও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান সিরাজগঞ্জে হতদরিদ্র মানুষের মাঝে ২৫০০ কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।’
বগুড়া অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সাথে জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
