খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও ডিডিটি পাউডার জব্দ
![]()
নিউজ ডেস্ক
সীমান্ত ঘেঁষা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় গাঁজা ও ডিডিটি পাউডার জব্দ করেছে খাগড়াছড়ির রামগড় জোন (৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন) এর বিজিবি সদস্যরা।
নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে বিজিবি।
গতকাল মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৯টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ আঁধারমানিক বিওপির হাবিলদার মোঃ সাহেবুর রহমান এর নেতৃত্বে একটি টহলদল চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত আঁধারমানিক বিওপির আঁধারমানিক নামক স্থান হতে মালিকবিহীন ১০ কেজি ভারতীয় গাঁজা আটক করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

এছাড়া আজ বুধবার (০৯ ফেব্রুয়ারি ২০২২) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কাঁশিবাড়ী বিওপির নায়েক মোঃ শওকত আলী এর নেতৃত্বে একটি টহল দল কাঁশিবাড়ী বিওপির আম বাগান নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১০০ কেজি ভারতীয় ডিডিটি পাউডার জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত গাঁজার বিষয়টি নিকটস্থ ভূজপুর থানায় ও ডিডিটি পাউডারের বিষয়টি নিয়ে রামগড় থানায় সাধারণ ডায়েরি সম্পন্ন করে তা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে বিজিবিরি উর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা ও স্থানীয় জনসাধারণের নিরাপত্তায় বিজিবি কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।