মার্কিন অর্থায়নের প্রকল্পের বিরুদ্ধে নেপালে বিক্ষোভ-সংঘর্ষ - Southeast Asia Journal

মার্কিন অর্থায়নের প্রকল্পের বিরুদ্ধে নেপালে বিক্ষোভ-সংঘর্ষ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের অর্থায়নের একটি প্রকল্পের বিরুদ্ধে নেপালে বিরোধীদলগুলো ব্যাপক বিক্ষোভ করেছে। তবে বিক্ষোভ দমনে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০১৭ সালে মার্কিন সরকারি ত্রাণ সংস্থা মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি) নেপালের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়। এই চুক্তির আওতায় নেপালকে ৫০০ মিলিয়ন ডলার অর্থায়ন করবে সংস্থাটি। যা ৩০০ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন ও সড়ক সংস্কার প্রকল্পে ব্যবহার করা হবে।

তবে মার্কিন এ প্রকল্পের বিরোধিতা করছে নেপালের দুইটি কমিউনিস্ট দল। যারা বর্তমান কোয়ালিশন সরকারের সঙ্গে কাজ করছে।

সমালোচকদের দাবি, ওই চুক্তির মাধ্যমে নেপালের আইন ও সার্বভৌমত্বের লঙ্ঘন করেছে সরকার। এটা ওয়াশিংটনের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ। এর মাধ্যমে আমেরিকান সেনা নেপালে প্রবেশের সুযোগ পাবে বলেও দাবি তাদের।

তবে নেপালের নেতাদের আশ্বস্ত করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, শুধু উন্নয়নের জন্যই এমন চুক্তি করা হয়েছে। শুধু বিদ্যুৎ ও রাস্তা প্রকল্পেই এ অর্থ ব্যয় করা হবে বলেও জানান তারা।

জানা গেছে, শত শত বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা ও পাথর ছুড়েন। এসময় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ও জলকামানের মাধ্যমে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।