খাগড়াছড়িতে দাবিকৃত চাঁদা না পেয়ে বাঙালি কৃষকের বাগান কাটার অভিযোগ ইউপিডিএফ (প্রসীত)’র বিরুদ্ধে - Southeast Asia Journal

খাগড়াছড়িতে দাবিকৃত চাঁদা না পেয়ে বাঙালি কৃষকের বাগান কাটার অভিযোগ ইউপিডিএফ (প্রসীত)’র বিরুদ্ধে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় চাহিদাকৃত চাঁদার টাকা না পেয়ে এক বাঙালি কৃষকের পেঁপে ও আম বাগার কেটে ফেলার অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের বিরুদ্ধে।

গত শনিবার (২৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ঝরনাটিলা বিজিবি ক্যাম্পের দক্ষিণ পাশে মোঃ ওসমান গনি নামের এক কৃষকের কয়েকশ পেঁপে গাছ ও আমগাছ কেটে ফেলে সন্ত্রাসীরা।

বাগান মালিক মোঃ ওসমান গনি বলেন, গত এক বছর থেকে এই বাগানের জায়গা ছেড়ে দেওয়ার জন্য তাকে চাপ দিচ্ছিলো উপজাতি সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ। প্রায়ই মোবাইলে জায়গা ছেড়ে না দিলে ফলসহ বাগানের গাছ কেটে ফেলার হুমকি দিয়ে আসছে। ৫/৬ মাস আগেও বাগানে প্রবেশ করে থাকার ঘর ভেঙে তছনছ করে দেয় সন্ত্রাসীরা। তিনি জায়গা ছাড়তে না চাইলে কিছুদিন আগে নাম মাত্র দামে বিক্রি করার জন্যও চাপ দেয় ইউপিডিএফ সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের কোন প্রস্তাবে রাজি না হওয়ায় রাতের অন্ধকারে তার সাজানো বাগান সন্ত্রাসীরা কেটে ফেলেছে বলে দাবি করেন তিনি।

সূত্র জানায়, ঘটনার পরপরই ২৩ বিজিবি যামিনী পাড়া জোন থেকে বিজিবির একটি টহল দল ও পানছড়ি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মো. মজিবর রহমান বলেন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ফলে পার্বত্য চট্টগ্রামে হত্যা, চাঁদাবাজি, গুম অব্যাহত আছে। দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি ক্ষতিগ্রস্ত কৃষককে যথাযথ ক্ষতিপূরণ প্রদানসহ বাঙ্গালী কৃষকদের নিরাপত্তা জোরদার করারও দাবি জানান।