সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের হাতে ৩৩ বাংলাদেশি গ্রেফতার - Southeast Asia Journal

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের হাতে ৩৩ বাংলাদেশি গ্রেফতার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নদীপথে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগে ৩৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার গভীর রাতে হিঙ্গলগঞ্জ থানার মালেকান ঘুমটি এলাকায় ওই ঘটনা ঘটেছে।

রোববার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন।

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, শনিবার (১২ মার্চ) রাতে হিঙ্গলগঞ্জের মালেকান ঘুমটি এলাকায় সীমান্তে কালিন্দি নদী পেরিয়ে ভারতে ঢোকার সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ-এর জওয়ানরা ৩৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেন।

এদিন সকালে বিএসএফ-এর তরফ থেকে গ্রেফতার হওয়া ব্যক্তিদের হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কাজের খোঁজে দালালের মাধ্যমে তারা সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন। তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনা জেলায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।