চীনে একদিনের ব্যবধানে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ - Southeast Asia Journal

চীনে একদিনের ব্যবধানে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চীনে একদিনের ব্যবধানে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মঙ্গলবার নতুন করে ৩৫০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন এ সংখ্যা ছিল ১৩৩৭।

চীনের জিলিন প্রদেশে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি। নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিদের বেশিরভাগই জিলিনের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা শনাক্ত হয়েছে ২৬০১ জনের।

সংক্রমণ ঠেকাতে যেখানে জনসাধারণের চলাফেরা সীমিত করে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রদেশ থেকে ১০০০ মেডিকেল স্টাফ নিয়ে আসা হয়েছে। সামরিক বাহিনীর সংরক্ষিত সাত হাজার সদস্যকে করোনা সংক্রমণ রোধে গৃহীত কার্যক্রমে মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে করোনা শনাক্ত হয়েছে।