পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই- ইউপিডিএফ (গণতান্ত্রিক) - Southeast Asia Journal

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই- ইউপিডিএফ (গণতান্ত্রিক)

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) বান্দরবান জেলা কমিটির উদ্যোগে সম্প্রতি ইউপি নির্বাচনে জেলার বিভিন্ন ইউপিতে  নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ (শুক্রবার) বিকালে বান্দরবান হিলভিউ কনফারেন্স হল রুমে ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গনতান্ত্রিক) জেলা কমিটি সভাপতি (হেডম্যান) মংপু মারমা সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গনতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটি সহ- সভাপতি সমীরন চাকমা (চার্মিন)।

এসময় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অমর চাকমা, সদস্য আপ্রুমং মারমা, জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক রাম তং সাং বম (মালেক) পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুবীর চাকমাসহ নবনির্বাচিত চেয়ারম্যান-সদস্য এবং হেডম্যান কারবারীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই। ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক ) পার্বত্য চট্টগ্রামের চুক্তি যতদিন বাস্তবায়ন হবে না ততদিন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে জানিয়ে তারা বলেন, সন্তু লারমা আঞ্চলিক পরিষদে থেকে জনগণের স্বপ্ন পার্বত্য চুক্তিকে বানচালের পাঁয়তারা করেছে। তাকে চেয়ারম্যান পদ থেকে বহিস্কার করা উচিত বলে মনে ক‌রেন বক্তারা।