পশ্চিমবঙ্গে বিধানসভায় মারামরি: বরখাস্ত করা হলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে - Southeast Asia Journal

পশ্চিমবঙ্গে বিধানসভায় মারামরি: বরখাস্ত করা হলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে বরখাস্ত করা হয়েছে বিজেপি নেতা ও প্রধান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীকে।

সোমবার ক্ষমতাসীন তৃণমুলের বিধায়কদের সঙ্গে বিধানসভার ভেতরই হাতাহাতিতে জড়ান বিজেপির বিধায়করা।

বিধান সভার ভেতর এমন পরিস্থিতি সৃষ্টির কারণে শুভেন্দু অধিকারী ছাড়াও বহিস্কার করা হয়েছে বিজেপির চিফ হুইপ মনোত টিগ্গাকে। বহিস্কারের তালিকায় রয়েছেন দীপক বর্মণ, নরহরি মাহাতো ও শংকর ঘোষ।

ঘুষি মেরে তৃণমূলের অসিত মজুমদারের নাক ফাটিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ ওঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

বিধানসভারি স্পিকার বিমান ব্যানার্জি জানান, এমন ঘটনা অগ্রহণযোগ্য ও নজিরবিহীন। বিধানসভার পরবর্তী অধিবেশন বসার আগ পর্যন্ত তাদের এ বহিষ্কারাদেশ বহাল থাকবে।

এদিকে বীরভূমের রামপুরহাটের বগটুইয়ের নৃশংসতা নিয়ে সোমবার বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা।

মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ ও সেই নৃশংস ঘটনা নিয়ে আলোচনার দাবি করতে থাকেন তারা। এ সময় বিধানসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

এ সময় বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।