রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় আরো ১,৩২২ কোটি টাকা সহায়তার ঘোষণা দিলেন মার্কিন রাষ্ট্রদূত
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে জেআরপির (যৌথ সাড়া দান পরিকল্পনা) অংশ হিসেবে যুক্তরাষ্ট্র কর্তৃক আরো ১৫২ মিলিয়ন মার্কিন ডলার বা ১,৩২২ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।
গত মঙ্গলবার দূতাবাসের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এক পোস্টে লেখা হয়ঃ রাষ্ট্রদূত হাস রোহিঙ্গা শরনার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তাকারী যুক্তরাষ্ট্রের কর্মসূচিগুলো দেখতে এবং স্থানীয় কর্মকর্তাদের সাথে আলাপ করতে সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করেছেন। তিনি সঙ্কট মোকাবেলায় জেআরপির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আরো ১,৩২২ কোটি টাকা সহায়তার ঘোষণা দেন।