বান্দরবানে ইউপি চেয়ারম্যান-সদস্যদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

বান্দরবানে ইউপি চেয়ারম্যান-সদস্যদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানের সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সদস্যাদের সাথে মতবিনিময় করেছে সেনাবাহিনীর বান্দরবান সদর জোন।

বুধবার (৩০ মার্চ) সকালে সদর জোনসদরে আয়োজিত অনুষ্ঠানে জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান।

এ সময় জোনের সামরিক পদস্থ অফিসারসহ বান্দরবান সদর উপজেলার সদর, জামছড়ি, সুয়ালক, কুহালং, টঙ্কাবতী ও রাজবিলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানসহ উক্ত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল মাহমুদুল হাসান বলেন, পাহাড়ে সেনাবাহিনী সর্বদা জনগণের কঠোর নিরাপত্তা বিধানের পাশাপাশি তাদের সুখে-দুখে সর্বদা পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় সেনাবাহিনী ভবিষ্যতেও এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নসহ নিরাপত্তা প্রদানে সবসময় পাশে থাকবে।

এছাড়াও তিনি পার্বত্য অঞ্চলকে সন্ত্রাস মুক্ত করার দৃঢ় অঙ্গীকার করেন। পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে জনগণের সুখ-শান্তি ও নিরাপদ জীবনযাপন করার নিমিত্তে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য উপস্থিত নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে, পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে নিরাপত্তাবাহিনীকেও সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন জনপ্রতিনিধিরা।