ফেনীতে কোটি টাকার ভারতীয় কাপড়সহ কাভার্ডভ্যান চালক আটক
 
                 
নিউজ ডেস্ক
ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ রবিউল আলম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন র্যাব-৭ সদস্যরা।
গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর থেকে কাভার্ডভ্যান ভর্তি কাপড়সহ তাকে আটক করা হয়েছে।
আটক রবিউল কুমিল্লাহর চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামের আবদুল জলিলের ছেলে।

র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার সকালে র্যাব সদস্যরা মহাসড়কের রামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেইনে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি শুরু করেন। এসময় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ভারত থেকে অবৈধ পথে দেশে আসা ৩ হাজার ৮৬৫ পিস শাড়ি, ১ হাজার ২২০ পিস থ্রি-পিস, ১১০ পিস লেহেঙ্গা ও ছয় রোল থান কাপড় উদ্ধার করা হয়। এ পাচারকাজে জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলামকে আটক করে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
র্যাব ৭-এর অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, অবৈধ ভারতীয় কাপড়গুলো চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১ লাখ ৭০ হাজার টাকা। আটক ব্যক্তিকে মালামালসহ আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
