২২ দিনের সফরে ভারত ও শ্রীলঙ্কা গেল বাংলাদেশ কোস্টগার্ডের যুদ্ধজাহাজ
নিউজ ডেস্ক
২২ দিনের শুভেচ্ছা সফর ও আন্তর্জাতিক মহড়ায় অংশ নিতে ভারত ও শ্রীলঙ্কা গেল বাংলাদেশ কোস্টগার্ডের যুদ্ধজাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে মোংলা সদর দপ্তর থেকে ছেড়ে গেছে জাহাজটি। সফরে দুদেশের সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হওয়ার আশা করছেন কর্তৃপক্ষ।
২২ দিনের সফরের প্রথম গন্তব্য কলম্বো সমুদ্রবন্দর। চার দিনের পথ পেরিয়ে জাহাজটি শ্রীলঙ্কায় থাকবে সাত দিন। এরপর গন্তব্য ভারত। অংশ নেবে গোয়া ও চেন্নাইয়ে ন্যাশনাল লেভেল পলুশন রেন্সপন্স এক্সারসাইজে।
শনিবার (৯ এপ্রিল) ১৫ সামরিক কর্মকর্তা, ১০৬ নাবিকসহ ১৩৯ জনের একটি দল নিয়ে বাংলাদেশ ত্যাগ করেন কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন। এ সময় জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পরিবার তাদের বিদায় জানান।
আন্তর্জাতিক এ মহড়ায় অংশ নেওয়ার মাধ্যমে দেশ তিনটির কোস্টগার্ডের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হওয়ার আশা জানান জাহাজের কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন। এ ছাড়া আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি বনজ ও মৎস্যসম্পদ রক্ষার কলাকৌশলে কোস্টগার্ডের গতি ও দক্ষতা আরও বাড়বে বলে আশা তার।
শুভেচ্ছা সফর ও মহড়া শেষে আগামী ৩০ এপ্রিল দেশে ফিরবে “বিসিজিএস কামরুজ্জামান’।