তাইওয়ানের পাশে চীনের সামরিক মহড়ার ঘোষণা
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের একটি কংগ্রেশনাল প্রতিনিধিদল তাইওয়ান সফর করেছেন। আর এই সফর ঘিরে গতকাল শুক্রবার তাইওয়ানের পাশে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। চীনের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পাঠানো ‘ভুল সংকেত’ লক্ষ্যবস্তু বানানোই তাদের এই মহড়ার উদ্দেশ্য।
চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র শি ইলু বলেছেন, তাইওয়ানের পাশে এবং পূর্ব চীন সমুদ্রে চীনের সামরিক ফ্রিগেট, বোমারু এবং যুদ্ধবিমান পাঠানো হয়েছে। শি ইলু বলেন, ‘এই অভিযানের লক্ষ্য তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বারবার পাঠানো ভুল সংকেতকে লক্ষ্যবস্তু করা।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের খারাপ পদক্ষেপ ও কৌশল সম্পূর্ণ নিরর্থক এবং খুবই বিপজ্জনক। যারা আগুন নিয়ে খেলছে তারা নিজেরাই তাতে জ্বলে যাবে।’ এদিন তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন এর সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির চেয়ারম্যান বব মেনেনদেজ।
এ সময় মার্কিন সিনেটর মেনেনদেজ বলেন, প্রযুক্তি হাব তাইওয়ান এমন ‘এক দেশ যাদের বৈশ্বিক গুরুত্ব’ রয়েছে। এছাড়া তাইওয়ানের নিরাপত্তা বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান সফর করছেন যুক্তরাষ্ট্রের ছয় আইনপ্রণেতা। চীনের হুমকির মুখে থাকা তাইওয়ানের প্রতি সমর্থন প্রদর্শনে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।