ঈদকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে বিজিবির মানবিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

ঈদকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে বিজিবির মানবিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঈদুল ফিতরকে সামনে রেখে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষা ও জনসাধারণের নিরাপত্তার দায়িত্বে থাকা রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক অত্র অঞ্চলের গরীব, দুঃস্থ ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় বাঙ্গালীদের মাঝে সেলাই মেশিন, সিলিং ফ্যান, শাড়ী, লুঙ্গী, পাহাড়ীদের ঐতিহ্যবাহী পোষাক থামিসহ ত্রাণ এবং ইফতারির জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে স্বাস্থ্যবিধি মেনে রামগড়স্থ ৪৩ বিজিবির জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সেলাই মেশিন, সিলিং ফ্যান, শাড়ী, লুঙ্গী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোষাক থামিসহ ত্রাণ এবং ইফতারির জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে সুবিধাভোগীদের মাঝে এসব তুলে দেন।

জানা যায়, রামগড় উপজেলায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থ জনসাধারনের মাঝে রামগড় জোন সদর হতে ২ টি সেলাই মেশিন, বিভিন্ন মসজিদের জন্য ৩ টি সিলিং ফ্যান, ৭১ টি শাড়ি, ৩০ টি লুঙ্গী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ৬ টি থামিসহ মানবিক সহায়তার অংশ হিসেবে ১০১ প্যাকেট ত্রাণ (প্রতি প্যাকেটে চাল-১০ কেজি, ডাল-১ কেজি, তৈল-১ কেজি, চিনি-১ কেজি, লবন-১ কেজি, সেন্ডেল- ১ জোড়া) এবং ইফতারির জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

এসময় জোন অধিনায়ক জানান, অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় এবং বাঙ্গালীসহ সবার জীবনযাত্রার মান সমহারে উন্নয়নের জন্য রামগড় জোন (৪৩ বিজিবি) এর প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, অত্র জোন কর্তৃক ২০২১ সাল হতে অদ্যাবধি বিভিন্ন দূর্গম পানিশূণ্য এলাকায় ৫ টি টিউবওয়েলসহ পনের লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশত ঊনত্রিশ টাকার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।