পাক হামলা বরদাস্ত করা হবে না: তালেবান - Southeast Asia Journal

পাক হামলা বরদাস্ত করা হবে না: তালেবান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা আর বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিল তালেবান।

আফগান সরকারের অভিযোগ, গত ১৬ এপ্রিল কুনার ও খোস্টে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। এর ফলে অন্তত ৪৭ জন মানুষ মারা গেছেন। আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী গত রোববার জানিয়েছেন, তালেবান প্রশাসন এই ধরনের আগ্রাসন বরদাস্ত করবে না। তারা এই বিমান হামলার তীব্র নিন্দা করছে।

পাকিস্তান এখনো পর্যন্ত বিমান হামলার কথা স্বীকার করেনি। তারা জানিয়েছে, এই দুই দেশ হলো ভাতৃসম।

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেছেন, ”আমরা আমাদের প্রতিবেশী ও বিশ্বের অন্য দেশের চ্যালেঞ্জের মুখে পড়েছি। কুনারে আমাদের জমিতে আগ্রাসন হলো তার উদাহরণ।”

তিনি জানিয়েছেন, ”আমরা এই ধরনের আগ্রাসন বরদাস্ত করতে পারি না। আমরা এই হামলা জাতীয় স্বার্থে সহ্য করেছি। কিন্তু পরের বার তা সহ্য করব না।”

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ”পাকিস্তান আশা করে, আফগানিস্তান তাদের সঙ্গে হাত মিলিয়ে দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে কাজ করবে।”

মুখপাত্র বলেছেন, ”পাকিস্তান ও আফগানিস্তান হলো দুই ভাইয়ের মতো। দুই দেশের সরকার ও মানুষ মনে করে, সন্ত্রাসবাদ হলো তাদের কাছে বড় বিপদ। তাই দুই দেশের উচিত সহযোগিতার ভিত্তিতে সীমান্তপারের সন্ত্রাস বন্ধ করা এবং তাদের জমিতে গড়ে ওঠা সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।”

তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে বিমান হামলার প্রতিবাদ জানিয়েছে।

জাতিসংঘের এজেন্সি জানিয়েছে, গত ১৬ এপ্রিল খোস্ট ও কুনারে বিমান হামলায় মারা গেছে ২০ জন বাচ্চা।

তালেবান আবার আফগানিস্তানের শাসনভার হাতে পাওয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে দুই হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত নিয়ে বারবার বিরোধ সামনে আসছে।

You may have missed