ভারত থেকে পালিয়ে বাংলাদেশে, ১১ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

ভারত থেকে পালিয়ে বাংলাদেশে, ১১ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া দুই পরিবারের ১১ সদস্যকে আটক করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। ক্যাম্প-১/ইস্ট থেকে বৃহস্পতিবার (১২ মে) সকালে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক। আটকদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

এসপি নাইমুল বলেন, সকালে ক্যাম্পে অভিযান চালিয়ে ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ভারত থেকে পালিয়ে আসার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, আটকদের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে সিআইসি তাদের ট্রানজিট ক্যাম্পে পাঠাবে।