সীতাকুণ্ডে আগুনে ১৩শ কোটি টাকার ক্ষতি: ডিপো মালিক সমিতি
![]()
নিউজ ডেস্ক
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় প্রায় ১৩শ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ডিপো মালিকদের সংগঠন বিআইসিডিএ। রোববার বিস্ফোরনের ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে সংগঠনটি।
সংগঠনের মহাসচিব রুহুল আমিন শিকদার জানান, বিস্ফোরণের ঘটনায় ১৩শ একক কনটেইনারের ৯৮ শতাংশই আগুনে পুড়ে গেছে। এরমধ্যে রপ্তানি পণ্য ছিল ৭শ থেকে সাড়ে ৭শ কোটি টাকার।
এছাড়া ৪ থেকে ৫শ কোটি টাকার আমদানি পণ্য সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি ডিপোর অবকাঠামো পড়ে ক্ষতি হয়েছে ১ থেকে দেড়শ কোটি টাকার। এই বিস্ফোরণের ঘটনায় রপ্তানি কার্যক্রম কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোর কনটেইনারে কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ থাকায় বিস্ফোরণ শুরু হয়। এ ঘটনায় এখনও পর্যন্ত ৯ ফায়ার সার্ভিস কর্মীসহ অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।
আহতের সংখ্যা তিনশ ছাড়িয়েছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।