ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় আটক ২ - Southeast Asia Journal

ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় আটক ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে দুই নারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৯ জুন) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

শুক্রবার (১০ জুন) বিকাল ৩টায় শ্রীমঙ্গল সেক্টরের বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার চন্ডীপুর গ্রামের মৃত বঙ্কীর স্ত্রী আয়মনি (৭০) এবং সিলেটের কোতয়ালি থানার জামতলা গ্রামের গৌতম কর্মকারের স্ত্রী কাজল কর্মকার (৪৪)।

বিজিবি জানায়, আটকের পর তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ভারতের আগরতলার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাদের কোনও পাসপোর্ট ছিল না।

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার বলেন, কিছু দিন আগে দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে গিয়ে অবস্থান করেছেন। তাদের কোনও বৈধ কাগজপত্র ছিল না। দেশে ফিরে আসার সময় বিজিবি তাদেরকে আটক করে। দুপুরে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।