বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাজী মুহাম্মদ মহসিন কলেজের ৯৭ ব্যাচের কুইক রেসপন্স টিম - Southeast Asia Journal

বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাজী মুহাম্মদ মহসিন কলেজের ৯৭ ব্যাচের কুইক রেসপন্স টিম

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহত এবং রাসায়নিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সাহায্যার্থে চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী মুহাম্মদ মহসিন কলেজের ৯৭ ব্যাচের কুইক রেসপন্স টিম কর্তৃক চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসারত রোগীদের চিকিৎসা সম্পর্কে বিভিন্ন খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারবর্গকে পূনর্বাসনের উদ্দেশ্যে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৪, ২৮, ৩১ ‍ও ৩৬ নং ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের বি‌ভিন্ন তথ্য সংগ্রহ করা করে ৯৭ ব্যাচের কুইক রেসপন্স টিম।

সূত্র জানায়, প্রাথমিক ভাবে বেশি ক্ষতিগ্রস্ত কয়েকজনের নাম, ঠিকানা সংগ্রহ করা হয়েছে এবং বাকীদেরও তথ্য যোগাড় করার কাজ চলমান রয়েছে।

এছাড়া মৃত ব্যক্তিদের নাম-ঠিকানা এবং তাদের পরিবারের উপার্যনক্ষম ব্যক্তি আছে কি নেই, তার তালিকা প্রনয়ন করে সহায়তার আশ্বাস দেয় সংগঠনটি।

এসময় হাজী মুহাম্মদ মহসিন কলেজ ৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল ইসলাম জিমি, সমন্বয়ক বক্তিয়ার, আলী হায়দার, অ্যাডভোকেট নজরুল ইসলাম, রিনি রায় , বিদ্যুৎসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।