বেনাপোলে তিন রোহিঙ্গাসহ আটক ৭ - Southeast Asia Journal

বেনাপোলে তিন রোহিঙ্গাসহ আটক ৭

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় মঙ্গলবার সন্ধ্যায় তিন রোহিঙ্গা নাগরিকসহ সাতজনকে আটক করেছে পুলিশ। এসময় ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন মিয়ানমারের নাগরিক কায়েম খান, সরোয়ার ইসলাম, মরিজান বেগম। পাচারকারী অভিযুক্ত মুন্সিগঞ্জের সিয়ালদি গ্রামের ছাদের আলীর ছেলে রফিকুল ইসলাম, ঢাকার কদমতলী এলাকার মোকলেছুর রহমানের ছেলে জামান। পাসপোর্ট জালিয়াতির অভিযোগে আটকরা হলেন নোয়াখালীর সোনায়মুরি উপজেলার বারাইনগর গ্রামের বেলাল হোসেনের ছেলে ইয়াসিন আরাফত, একই গ্রামের সোলাইমানের ছেলে মামুনুর রশিদ।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল বাশার বলেন, দুই পাচাকারী তিন রোহিঙ্গাকে তাদের ছেলে মেয়ে সাজিয়ে ভারতে পাচারের উদ্দেশে বেনাপোল ইমিগ্রেশনে আসেন। পরে তাদের পাসপের্টের কাজ সম্পূর্ণ করার জন্য ইমিগ্রেশনে বই দিলে জিজ্ঞাসা বাদের এক পর্যায় তারা ধরা পড়েন। রোহিঙ্গারা ইমিগ্রেশন পুলিশের কাছে স্বীকার করেন তাদের ভালো কাজ দেয়ার নাম করে ভারত নিয়ে যাওয়া হচ্ছে। আটকদের বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে চালান করা হয়েছে।