ভারতের মহারাষ্ট্র রাজ্যে IED বিষ্ফোরনে ভারতীয় পুলিশের ‘C-60 কমান্ডো” ফোর্সের ১৫ সদস্য নিহত।
![]()
নিউজ ডেস্কঃ
আজ বুধবার সকালে ভারতের মহারাষ্ট্র রাজ্যের গাদচিরোলি জেলায় একটি সড়কে পুলিশ বহনকারী একটি ভেহিকেলে IED বিস্ফোরনে ১৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় সসস্ত্র কমিউনিস্ট বাদী সংগঠন ‘নকশাল’ জড়িত বলে জানিয়েছে পুলিস।

ভেহিকেলটি পুলিশের C-60 কমান্ডো গ্রুপের ১৬ জন সদস্যকে নিয়ে উক্ত এলাকায় নকশাল দমনের উদ্দেশ্যে পেট্রোলিং করছিলো। পেট্রোল রত অবস্থায় নকশাল যোদ্ধারা পুলিশের ভেহিকেলটি লক্ষ করে IED বিষ্ফোরন ঘটালে ভেহিকেলটি সম্পূর্ন ধ্বংস হয়ে যায়। এতে ১৬ জন কমান্ডোর ভেতর ১৫ জন ঘটনাস্থলেই মারা যায়।
নকশাল হচ্ছে কলকাতা ভিত্তিক একটি সসস্ত্র কমিউনিস্ট সংগঠন। পূর্বে এটি সাধারন রাজনৈতিক দল থাকলেও বর্তমানে এটি সসস্ত্র সংগঠনে পরিনত হয়েছে। তাদের লক্ষ ভারতে কমিউনিজম কায়েম করা।
উল্লেখ্য, C-60 কমান্ডো গ্রুপ হচ্ছে ভারতীয় পুলিশের একটি কুইক রেসপন্স টিম (বাংলাশের SWAT এর মত)। মুক্তিকামী সসস্ত্র গ্রুপ গুলোকে মোকাবেলার জন্য পুলিসের এই বিশেষ ফোর্সটি মোতায়েত করা হয়েছিলো। ভারতের ২৬ টি অঙ্গরাজ্যের প্রায় সবগুলোতেই স্বাধীনতাকামী সসস্ত্র সংগঠন তৎপরতা চালাচ্ছে।
নকশাল কমিউনিস্টবাদীরা এই ভাবে এপর্যন্ত ভারতীয় পুলিশের ৩৬ টি গাড়ি উড়িয়ে দিয়েছে।