খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪০ বিজিবির বৃক্ষরোপণ - Southeast Asia Journal

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪০ বিজিবির বৃক্ষরোপণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করছে বিজিবির খেদাছড়া ব্যাটালিয়ন। ‘সবুজ সীমান্ত’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৭ জুলাই) বিজিবির জোন সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ৪০ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ।

এ সময় পলাশপুর জোনের উপ-অধিনায়ক মেজর খসরু রায়হান, ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট মোহা. দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন পদবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্যাটালিয়ন সদর দপ্তর ও বিওপিগুলোতে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ করা হবে জানিয়ে লে. কর্নেল সোহেল আহমেদ বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় বিজিবি সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা এ বছরও অব্যাহত আছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে পলাশপুর জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় প্রায় চার হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন বিজিবির এ কর্মকর্তা।