খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে ম্যালেরিয়া ও ডেঙ্গু প্রতিরোধক মশারী বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে ম্যালেরিয়া ও ডেঙ্গু প্রতিরোধক মশারী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)র উদ্যোগে দূর্গম পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালিদের মাঝে ম্যালেরিয়া ও ডেঙ্গু প্রতিরোধক মশারী বিতরণ করা হয়েছে।

সকালে ম্যালেরিয়া ও ডেঙ্গু প্রতিরোধ উপলক্ষে অত্র জোনের আওতাধীন ভিডিপি সদস্যদের মাঝে এসব মশারী বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিম।

এসময় জোন অধিনায়ক উপস্থিত ভিডিপি সদস্যদের নিজ নিজ এলাকার জনসাধারণের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা অবলম্বনের জন্য প্রেষণা প্রদান করেন।

এছাড়াও তিনি সকলকে অবৈধ চোরাচালানী মালামাল উদ্ধারে গোয়েন্দা তথ্য প্রদানের মাধ্যমে ব্যাটালিয়নকে সহযোগিতা এবং দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।