খাগড়াছড়িতে দূর্গম পাহাড়ে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার প্রত্যন্ত একটি এলাকায় দুই শতাধিক হতদরিদ্র ও চিবকৎসা সেবা বঞ্চিত রোগীকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
সকালে উপজেলার দূর্গম লাচারীপাড়া বিজিবি ক্যাম্প অধিনস্ত স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান।

এসময় ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মনিরুজ্জামানসহ বিজিবির পদস্থ কর্মকর্তা, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ চিকিৎসা সেবা ক্যাম্পেইনে দূর্গম পাহাড়ের অসহায়, হতদরিদ্র ও সচরাচর চিকিৎসা সেবা বঞ্চিত দুই শতাধিক মানুষকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা, ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ বিতরণ করেন গুইমারা বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মেজর উম্মে হাবিবা ও মেজর সরকার রুশতী আজিজ।

চিকিৎসা সেবা নিতে আসা সত্তরোর্ধ বৃদ্ধা উমেন মগ জানান, দীর্ঘদিন ধরেই হাঁটু ও কোমরের ব্যথায় সোজা হয়ে চলাফেরা করতে পারছেন না তিনি। গতকাল (শুক্রবার) রাতে বিজিবির চিকিৎসা সেবার কথা শুনে আজ সকালেই নাতনির হাত ধরে লাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে বিজিবির চিকিৎসকদের অসুখের কথা খুলে বলেন তিনি। এসময় চিকিৎসকরা তাকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ দিয়েছেন। তিনি বলেন, বিজিবির এত বড় বড় অফিসারদের সামনে যেতে ও কথা বলতে প্রথমে সংকোচবোধ করলেও ডাক্তারদের ব্যবহারে তিনি সন্তুষ্ট। তিনি, ভবিষ্যতেও মাঝে-মধ্যে দূর্গম এ এলাকাগুলোতে ফ্রিতে চিকিৎসা সেবা দিতে বিজিবির প্রতি অনুরোধ জানান।

৪৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, এলাকায় চোরাচালান রোধ ও কল্যাণকর কাজে জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে এই সেবা দেয়া হচ্ছে। এ ধরনের চিকিৎসা সেবা ক্যাম্পেইন ব্যাটালিয়ন অধিনস্ত দূর্গম এলাকাগুলোতে অব্যাহত থাকবে।
