বান্দরবানে সেনা অভিযানে অস্ত্রসহ জেএসএস সন্ত্রাসী আটক
 
                 
নিউজ ডেস্ক
সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, দূর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতি ও সম্পর্ক উন্নয়নসহ আভ্যন্তরীন আইন শৃংঙ্খলা রক্ষায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে নিরসলভাবে কাজ করে যাচ্ছে।
অত্র রিজিয়ন এরই ধারাবাহিকতায় স্থানীয় সোর্স ও নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে গত ৩১ জুলাই তারিখ রাতে বান্দরবান জোন কর্তৃক শহরের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে টহল পরিচালনা করা হয়।
টহলদলটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদা আদায়কারী সন্দেহে ঘটনাস্থল হতে ১টি দেশীয় পিস্তলসহ জেএসএস (সন্তু) দলের সন্ত্রাসী পুলক কুমার তঞ্চঙ্গ্যা (৩২) নামে একজনকে আটক করে।
আটককৃত পুলক কুমার তঞ্চঙ্গ্যা জেলার সদর উপজেলার বালাগাটার নাজিরা জেন ও রাজ্য তঞ্চঙ্গ্যার পুত্র বলে জানা যায়।
পরবর্তীতে অস্ত্রসহ উক্ত চাঁদা আদায়কারীকে বান্দরবান জোন সদরে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুর্বৃত্তকে বান্দরবান সদর থানা পুলিশের নিকট পিস্তলসহ হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী জানায়. পার্বত্য বান্দরবানে যে কোন প্রকার সন্ত্রাসী কার্যক্রম/দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে।
