মাটিরাঙ্গায় ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে সেনাবাহিনী - Southeast Asia Journal

মাটিরাঙ্গায় ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ ভাবে আসা ২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন।

শুক্রবার (৫ আগষ্ট) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের মেসার্স বেগম ট্রেডার্স পাম্পের সামনে অভিযান চালিয়ে চট্টগ্রাম হতে খাগড়াছড়ি গামী বিআরটিসি বাসে (ঢাকা মেট্রো ব-১৫৪৭৯৫) তল্লাসী চালিয়ে মালিকবিহীন অবৈধ ভারতীয় শাড়ী ও লেহেঙ্গাগুলো উদ্ধার করে সেনা সদস্যরা।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল এএসএম মঞ্জুরুল কবির জানান, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা একটি বাসে করে পাচার করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ১৫ ফিল্ড রেজিঃ আর্টিলারী মাটিরাঙ্গা জোন সদর হতে ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম এর নেতৃত্বে একটি বি- টাইপ টহল দল বাজারে অবস্থান করে। পরে চট্টগ্রাম হতে খাগড়াছড়ি গামী বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে ২২টি ভারতীয় শাড়ি ও ৩৫টি লেহেঙ্গা জব্দ করে। জব্দকৃত ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার বাজারমূল্য ২ লাখ টাকার বেশি। বর্তমানে শাড়ী গুলো জোন সদর দপ্তরে রয়েছে। পরবর্তীতে ফেনী কাস্টমস হাউজে জমা করা হবে বলে জানান তিনি।