চট্টগ্রামে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক - Southeast Asia Journal

চট্টগ্রামে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীতে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক দুইজন আপন বোন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গত রোববার (২৮ আগস্ট) রাতে নগরীর কোতোয়ালী থানার চট্টগ্রাম রেলস্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- নূর সাফা (৩৫) ও নূর ফাতেমা (২৮) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বার্মা কলোনির একটি বাসায় ভাড়া থাকতেন। তাদের বাবার নাম মৃত নাজির হোসেন।

নগর গোয়েন্দা পুলিশের এসআই সোহেল রানা জানান, ইয়াবা বিক্রির জন্য রোহিঙ্গা দুই বোন রেলস্টেশনে এসেছিলেন। ক্রেতার কাছে হস্তান্তরের জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে এক হাজার ৫৫০ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।