আগস্ট জুড়ে রামগড় ব্যাটালিয়নের অভিযানে প্রায় সাড়ে ৪২ লাখ টাকার মাদক-চোরাচালান জব্দ, আটক ৮ - Southeast Asia Journal

আগস্ট জুড়ে রামগড় ব্যাটালিয়নের অভিযানে প্রায় সাড়ে ৪২ লাখ টাকার মাদক-চোরাচালান জব্দ, আটক ৮

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিজস্ব প্রতিবেদক

পুরো আগস্ট মাস জুড়ে ভারত সীমান্তসহ অধিনস্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৪২ লক্ষ ৬৫হাজার ৪৮ টাকার অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য জব্দসহ এসব কাজে জড়িত ৮ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, ভারতীয় মদ, চোলাই মদ, ভারতীয় গরু, বিভিন্ন ভারতীয় ঔষধ, রাবার, কাঠ, চোরাচালানের কাজে ব্যবহৃত সিএনজি ও মোবাইল-ফোন।

৪৩ বিজিবির দেয়া তথ্যমতে, মাসজুড়ে অভিযানে জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৮০ পিস ইয়াবা, ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১৭৮ বোতল ভারতীয় মদ, ৩০ লিটার চোলাই মদ, ২৩টি ভারতীয় গরু, ঔষধসহ ১৯৯০ পিস ভারতীয় ঔষধের কৌটা, ৯০ কেজি রাবার, ২টি সিএনজি, ৩টি মোটরসাইকেল, ২টি মোবাইল-ফোন ও ৯৪.৫৪ ঘনফুট বিভিন্ন প্রকার কনক গোলকাঠ।

বিজিবি কর্তৃক মাসব্যাপী অভিযানে জব্দকৃত এসব মাদক-চোরাচালানের বাজার মূল্যে ৪২ লক্ষ ৬৫হাজার ৪৮ টাকা।

এছাড়া, সীমান্তে বিজিবির এসব অভিযানে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে আটককৃত ৮ জনের বিরুদ্ধে স্ব স্ব থানায় বিভিন্ন ধারায় মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আর জব্দকৃত মালামালের মধ্যে সংশ্লিষ্ট থানায় মামলার পর পরবর্তীতে জেরা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ সকলের উপস্থিতিতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয় এবং গবাদিপশুসহ অন্যান্য মালামাল সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ প্রসঙ্গে জানতে চাইলে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন ও মহাপরিচালক মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে সীমান্ত এলাকাসহ ব্যাটালিয়ন অধিনস্ত এলাকায় বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। যার ফলশ্রুতিতে মাসব্যাপী অভিযানে ব্যাপক মাদক ও চোরাচালান সামগ্রী জব্দ করার পাশাপাশি এসব কাজে জড়িত বেশ কয়েকজনকেও আটক করতে সক্ষম হয়েছে ৪৩ বিজিবি। ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানগুলো অব্যাহত থাকব।